কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ১৯ মে ২০২১, বুধবার, ৪:০৯ | কিশোরগঞ্জ সদর 


দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ মে) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এডভোকেট এ.বি.এম লুৎফর রাশিদ রানা।

বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে নাছিম খান, সাবেক সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, নজরুল ইসলাম নুরু, আলম সারোয়ার টিটু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সময় টিভির নূর মোহাম্মদ, মাছরাঙ্গা টিভির বিজয় রায় খোকা, দৈনিক জনকন্ঠের মাজহার মান্না, দৈনিক প্রথম আলোর তাফসিলুল আজিজ, বার্তা সংস্থা ইউএনবির শফিকুল ইসলাম ফকির মতি, দৈনিক দেশ রূপান্তরের শহীদুল ইসলাম পলাশ, দৈনিক নবচেতনতার আমিনুল হক সাদী, রূপান্তর টিভির কাউসার আহমেদ টিটু, দৈনিক আজকের দেশের মতিউর রহমান, এশিয়ান টিভির হাফিজুর রহমান সুমন, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য-সচিব মনোয়ার হোসাইন রনী।

নেতৃবৃন্দ অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও দায়ী দোষী ব্যক্তিদের যথাযথ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর