কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

 আমিনুল ইসলাম বাবুল | ১২ মে ২০২১, বুধবার, ৯:৪৯ | তাড়াইল  


‘নার্সেস : এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ভবিষ্যৎ স্বাস্থ্য খাতে একটি দর্শন’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১২ মে) তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ফিরোজ মিঞা।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আবদুর রঊফ তালুকদার।

এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আন্তর্জাতিক নার্স দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স বিলকিস বেগম, রায়হানা ইয়াসমিন, আফরিনা বেগম, শামীমা নাছরীন, আমেনা বেগম, নাহার রাবিনা, মাহফুজা, রুমা আক্তার, মিডওয়াইফ রীমা আক্তার বৃষ্টি, ফাতেমা আক্তার, শিপ্রা বনোয়ারী, তাসলিমা খাতুন প্রমুখ।

এতে বক্তাগণ বলেন, সম্মুখসারির করোনা যোদ্ধা হিসেবে সাহস নিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীর পাশে কাজ করেছেন সব ভয়কে উড়িয়ে নার্সরা। করোনায় যখন স্বজনেরাও রোগীর কাছ থেকে দূরে থাকতেন, তখন নার্সরা সেবা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। কেউ কেউ স্বেচ্ছায় করোনা ওয়ার্ডে দায়িত্ব নিয়েছেন। করোনা মহামারির এই সময়ে সাহস নিয়ে রোগীর পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন নার্সরা। করোনার টিকা দেওয়ার দায়িত্বও নিচ্ছেন নাসর্রা।

দেশে গত বছর যখন করোনা সংক্রমণ শুরু হয়, তখন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সগণ কর্তৃপক্ষের কাছে তাঁদেরকে করোনা ইউনিটে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান।

যখন সবাই করোনা নিয়ে আতঙ্কে ছিলেন, তখন কেন স্বেচ্ছায় করোনা ইউনিটে আপনারা (নার্সরা) সম্মেলিতভাবে গেলেন, জানতে চাইলে সিনিয়র স্টাফ নার্স বিলকিস বেগম ও আফরিনা বেগম সাংবাদিকদের বলেন, ‘দুঃসময়ে যদি মানুষের পাশে না থাকি, তবে এই পেশায় কেন- আছি আমরা।’

করোনাকালে ঝুঁকি নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে চিকিৎসকেরা যেমন রোগীদের চিকিৎসা দিয়ে গেছেন, তেমনি রোগীর পাশে থেকেছেন নার্সরা। নার্স সরাসরি করোনা রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-ই ৫ জন নার্স করোনায় আক্রান্ত হয়ে ছিলেন।

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে প্রতিবছর ১২ মে দিনটি বেছে নেওয়ার কারণ, এদিন আধুনিক নার্সিং সেবার সূচনাকারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস ১৯৬৫ সাল থেকে তাঁর স্মরণে দিনটিকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করছে। বাংলাদশেও ১৯৭৪ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।

সিনিয়র স্টাফ নার্স আফরিনা বেগম স্বেচ্ছায় করোনা ইউনিটে কাজ নেওয়ার পর কী অভিজ্ঞতা হয়েছিল, তা তুলে ধরেন। তিনি বলেন, ‘মানুষ আমাদের দেখলে মনে করত, আমরাই করোনার জীবাণু ছড়াচ্ছি।’


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর