কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সারের আন্দোলনে নিহত কৃষক মকসু মিয়ার পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

 স্টাফ রিপোর্টার | ৯ মে ২০২১, রবিবার, ৬:০০ | কিশোরগঞ্জ সদর 


১৯৯৫ সালের মার্চ মাসে বিএনপি সরকারের আমলে সারের দাবিতে আন্দোলনে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের কৃষক মকসু মিয়া।

পুলিশের গুলিতে নিহত কৃষক মকসু মিয়ার পরিবারকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রোববার (৯ মে) শহীদ পরিবারের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।

ঈদ উপহার হস্তান্তরের সময় কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সহ-সভাপতি নেছার উদ্দিন খান, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান শিপন, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হ্যাভেন, আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, দুধ, সেমাই ইত্যাদি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর