কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

 স্টাফ রিপোর্টার | ৪ মে ২০২১, মঙ্গলবার, ২:৩৩ | তাড়াইল  


করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনে শ্রমিক সংকটের কারণে ৫০ শতাংশ জমির পাকা ধান কাটতে পারছিলেন না কিশোরগঞ্জের তাড়াইলের কৃষক কামরুল ইসলাম। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল।

খবর পেয়ে জেলা কৃষক লীগের সভাপতি আহমদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু সেখানে ছুটে যান।

কৃষক লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৫০ জন নেতা-কর্মী নিয়ে কৃষক কামরুল ইসলাম এর জমির বোরো ধান কেটে দিয়েছেন তারা।

মঙ্গলবার (৪ মে) দুপুরে তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের পংপাচিয়া গ্রামের কৃষক কামরুল ইসলামের জমির ধান কেটে দেন কৃষক লীগের নেতাকর্মীরা।

হঠাৎ পংপাচিয়া হওরে কৃষক লীগের নেতাকর্মীদের কৃষকের ক্ষেতের পাকা ধান কাটতে দেখে প্রশংসায় ভাসচ্ছেন সচেতনমহলসহ স্থানীয়রা।

কৃষক কামরুল ইসলাম জানান, দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ হওয়ার পিছনে কৃষক লীগের ব্যাপক অবদান রয়েছে, এ জন্য তিনি কৃষক লীগের নেতা-কর্মীদেরকে কৃতজ্ঞতা জানান।

তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনাকালিন সময়ে সরকার কৃষকের পাশে দাঁড়ানোয় কৃষক সহজে ধান কেটে ঘরে তুলতে পারছে।

কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, দপ্তর সম্পাদক দীপক দাস, সদস্য এডভোকেট আবদুল আওয়াল, মোস্তাফিজুর রহমান কাঞ্চন, তাড়াইল উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ইসলাম উদ্দিন ফয়সাল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক কৃষক লীগের নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর