কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনায় আক্রান্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম ম জুয়েল

 স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রিল ২০২১, সোমবার, ৯:০৩ | রকমারি 


করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ১২ দিন পর কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত মুখ, চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের সভাপতি ও প্রতিধ্বনি থিয়েটারের অধিকর্তা ম ম জুয়েল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ এপ্রিল) প্রকাশিত নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ এসেছে।

করোনা উপসর্গ দেখা দেয়ায় রোববার (২৫ এপ্রিল) তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম ম জুয়েল গত ১৩ এপ্রিল করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ১২ দিন পর তিনি করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

ম ম জুয়েল বিগত তিন দশকেরও বেশি সময় ধরে কিশোরগঞ্জ জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরব রয়েছেন।

তিনি বর্তমানে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী কমিটির কার্যকরি সদস্য। এছাড়াও ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি'র সিভিল এনগেজম্যান্ট সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জ এর সহ-সভাপতি।

তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর