কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দেশে করোনায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু, শনাক্ত ৪৪১৭

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ৫:০৬ | জাতীয় 


করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থামছেই না। করোনায় গত ২৪ ঘন্টায় দেশে ১০১ জন মারা গেছেন। দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যায় এটিই সর্বোচ্চ। এনিয়ে দেশে মোট ১০ হাজার ১৮২ জন এই ভাইরাসে মারা গেছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনাভাইরাসে ৯৪ জন মৃত্যুবরণ করেছিলেন। শুক্রবার (১৬ এপ্রিল) আগের দিনের চেয়ে ৭ জন বেশি মারা গেছেন।

সর্বোচ্চ মৃত্যুর দিনে নতুন করে ৪ হাজার ৪১৭ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দেশে মোট শনাক্ত ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে দাঁড়িয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৯৪ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। ফলে এখন পর্যন্ত ৬ লাখ ২ হাজার ৯০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭০৭ টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৯০৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৫১লাখ ৩৪ হাজার ৪৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর