কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রত্যন্ত হাওরের মেয়ে ঈশিতা মেডিকেলের মেধাতালিকায়

 স্টাফ রিপোর্টার | ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১০:৩১ | অষ্টগ্রাম 


মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় স্থান করে নিয়েছেন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের প্রত্যন্ত গ্রাম আব্দুল্লাপুরের মেয়ে রুমানা রশিদ ঈশিতা।

মেধাবী শিক্ষার্থী ঈশিতা জাতীয় মেধাতালিকায় ৩০২০তম স্থান অধিকার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

রুমানা রশিদ ঈশিতার পিতার নাম হারুন অর রশিদ। তিনি অষ্টগ্রাম উপজেলার উত্তর আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০১৯ সালের অষ্টগ্রাম উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক।

ঈশিতা বাজিতপুরের আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।

অত্যন্ত মেধাবী ঈশিতা পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিলেন।

রুমানা রশিদ ঈশিতা ভবিষ্যতে ভালোমানের একজন চিকিৎসক হয়ে দেশের সেবা করতে চান।

এজন্যে তিনি দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর