কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে ‘টাকার বিনিময়ে কাজ’ কর্মসূচি পরিদর্শনে কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক

 স্টাফ রিপোর্টার | ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার, ৭:৪৪ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাংগালপাড়া ইউনিয়নের রথানী গ্রামে পায়ন্নার মার খালপাড় দিয়ে হাওরে কৃষি কাজের জন্য যাওয়া-আসা সুবিধা করে দেওয়া জন্য ‘টাকার বিনিময়ে কাজ’ ১০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) এই কর্মসূচির কার্যক্রম  পরিদশর্ন করেন কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক মো. ছাইফুল আলম।

এ সময় তিনি সদরের মধ্য অষ্টগ্রামের করম আলীর হাতে ফুড কার্ড তুলে দেন।

পরিদর্শনকালে অষ্টগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম তার সাথে ছিলেন।

এ সময় বাংগালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এনামুল হক ভূঁইয়া, খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর ফিল্ড প্রোগ্রাম এসিস্ট্যান্ট জিনাত নাসরিন, ফ্যামিলি টাইস এর অষ্টগ্রাম উপজেলা সমন্বয়কারী জিয়াউল হক বাতেন, সাংবাদিক অজিত দত্ত, ইউপি সদস্য লাল মোহাম্মদ, কমিউনিটি মবিলাইজার বিধান চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর কারিগরি সহায়তায় জাপান সরকারের অর্থায়নে ফ্যামিলি টাইস ও বাংগালপাড়া ইউনিয়ন পরিষদ এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

এ সময় উপকারভোগীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর