কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে প্রাইভেট কারে পাচারের সময় ৫৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৬ মার্চ ২০২১, শনিবার, ১০:৪৭ | অপরাধ 


কিশোরগঞ্জে প্রাইভেট কারে করে মাদক পাচারের সময় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রাইভেট কার ও ৫৯০ পিস ইয়াবাসহ মো. বাবুল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (৬ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কার ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. বাবুল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ধলাপাতা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেট কার ও ৫৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. বাবুল মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর