কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শুক্রবার আসছে ৯৬৬০০ ডোজ করোনা টিকা

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ৬:১৪ | স্বাস্থ্য 


সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার (২৯ জানুয়ারি) কিশোরগঞ্জে আসছে করোনার টিকা। প্রাথমিকভাবে ৯৬ হাজার ৬০০ ডোজ টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়ে তিনি বলেন, এ জন্য সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।

তিনি জানান, ৯ হাজার ৬০০ ভায়াল টিকা সরাসরি সিভিল সার্জন কার্যালয়ে আসবে। এখানকার কোল্ডরুমে টিকার ভায়াল রাখার ব্যবস্থা করা হয়েছে। নির্দেশনা মতে নির্ধারিত তাপামাত্রায় এগুলো রাখা হবে।

প্রাথমিকভাবে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এ টিকা প্রয়োগ করা হবে। এখান থেকে উপজেলাগুলোতেও পাঠানো হবে টিকা।

টিকা প্রয়োগসহ আরো যা যা করণীয় তার সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে কবে থেকে কিশোরগঞ্জে টিকা প্রয়োগ শুরু হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানান জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ এ কর্মকর্তা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর