কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ময়মনসিংহ জোনে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ অনুর্ধ ১৪ প্রমিলা ফুটবল দল, এবার রাজশাহী মিশন

 স্টাফ রিপোর্টার | ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:১৪ | খেলাধুলা 


ময়মনসিংহ জোনে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ অনুর্ধ ১৪ প্রমিলা ফুটবল দল। এবার চ্যাম্পিয়ন দলটি রাজশাহী জোনে খেলতে যাবে। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহী স্টেডিয়ামে এ খেলা উদ্বোধন হবে।

উদ্বোধনী দিনের খেলায় কিশোরগঞ্জ বনাম খাগড়াছড়ি জেলা দল অংশ নিবে। বুধবার (২৫ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা দল রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের এক সভা জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী খেলোয়াড়দের সাফল্য কামনা করে বলেন, চ্যাম্পিয়ন হওয়াটা বড় কথা নয়, নৈপূণ্যময় খেলা পরিবেশন করে রাজশাহীবাসীর মন জয় করতে হবে।

তিনি এসময় খেলোয়াড়দেরকে ৫০ হাজার টাকা দেওয়ারও ঘোষণা দেন।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বিসিবির পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমিলা ফুটবল দলের খেলোয়াড়দেরকে জার্সি উপহার দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, প্রমিলা ফুটবল দলের কোচ মাজেদা আক্তার শিলা প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর