কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কীটনাশকের সফল ও নিরাপদ ব্যবহারের কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ

 স্টাফ রিপোর্টার | ১ নভেম্বর ২০২০, রবিবার, ১:৩৭ | কৃষি 


কিশোরগঞ্জে ফল ও শাক সবজির ক্ষতিকারক পোকামাকড় ব্যবস্থাপনায় কীটনাশকের সফল ও নিরাপদ ব্যবহারের কলাকৌশল বিষয়ে এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র বিএআরআই মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ কৃষক প্রশিক্ষণটি বাস্তবায়ন করেছে।

কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত।

এতে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর বিএআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সুলতান আহমেদ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম জিয়াউর রহমান।

প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর কীটতত্ত্ব বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকার ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭০ জন কৃষক অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর