কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় তাড়াইলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ১১ অক্টোবর ২০২০, রবিবার, ৩:৫১ | রাজনীতি 


কিশোরগঞ্জের তাড়াইল-করিমগঞ্জ দুই উপজেলায় আওয়ামী লীগের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাড়াইলে উপজেলা আওয়ামী লীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মী সমাবেশের আয়োজনে করে।

শনিবার (১০ অক্টোবর) বিকালে তাড়াইল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার ৭টি ইউনিয়নের শত-শত নেতাকর্মী মিছিল-স্লোগানে মুখরিত করে যোগ দেন।

তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আজিজুল হক ভূঞা মোতাহার এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশ পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফ উদ্দিন কাজল ইদ্রিস।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাফায়েত খান, উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক ও দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ভূঞা, সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঞা, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান, জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. অবদুল হক ভূইয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ইসলাম উদ্দিন ফয়সাল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাইয়ুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম অপূর্ব, সাবেক ছাত্রনেতা মো. সাঈম দাদ খান নওশাদ, হাজী মো. দেলোয়ার হোসেন ফুল মিঞা, ছাত্রলীগ নেতা তাসকিন আহমেদ শাওন প্রমুখ।

এছাড়া এ কর্মী সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের শত-শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগের বিরোধী শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাড়াইল-করিমগঞ্জ দুই উপজেলায় আওয়ামী লীগের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে বাচাঁতে কাজ করার জন্য তারা আহবান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর