কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এইচএসসিতে বিষয় ও দিন কমিয়ে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ২৮ জুন ২০২০, রবিবার, ১:৪৫ | জাতীয় 


করোনাভাইরাসের প্রাদুর্ভাব কেটে গেলে সবকিছু স্বাভাবিক হয়ে আসার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। আর পরীক্ষার দিন ও বিষয় কমিয়ে আনা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেছেন।

শনিবার (২৭ জুন) এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘শিক্ষায় করোনাভাইরাসের চ্যালেঞ্জ’ শীর্ষক এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যসহ সবার স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি খেয়াল রেখেই সরকার এমনটা সিদ্ধান্ত নিচ্ছে, বলেন ডা. দীপু মনি।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরীক্ষা স্থগিত রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর