কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ‘খাদ্য লড়াইয়ে নারী’ শীর্ষক আলোচনায় নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

 স্টাফ রিপোর্টার | ১০ মার্চ ২০২০, মঙ্গলবার, ৯:২৩ | নারী 


‘নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই’ স্লোগানকে উপজীব্য করে কিশোরগঞ্জে ‘খাদ্য লড়াইয়ে নারী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে জেলা শহরের একরামপুর এলাকায় ফ্যামিলি টাইস কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপনের পাঁচ দিনব্যাপী কর্মসূচির সমাপনী কর্মসূচি হিসেবে এই আলোচনা সভাটির আয়োজন করা হয়।

‘খাদ্য লড়াইয়ে নারী’ শীর্ষক এই আলোচনা সভায় কৃষক, ছাত্র ও যুবরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।

এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা খাতুন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নারী নেতা বিলকিস বেগম।

আলোচনা সভা সঞ্চালনা করেন ফ্যামিলি টাইস এর নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী। এতে ৬০ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত হয়ে তাদের অভিজ্ঞতার বর্ণনা দেন।

এতে খাদ্য উৎপাদনে নারীর ভূমিকা নিয়ে আলোচনার জন্য একটি ধারণাপত্র উপস্থাপন করা হয়।

ধারণাপত্রে উল্লেখ করা হয়, নারী বান্ধব কৃষি, আধুনিক কৃষি ও বিপুল পরিমাণ ব্যবহারিক জ্ঞান বর্তমানে গুরুত্বের সাথে ভাবা দরকার।

নারী বান্ধব কৃষি প্রযুক্তি কোনো নারীর কাছে এখনো পৌঁছায় নি। নারীদের যথাযথ মাত্রায় কৃষিঋণ এমনকি তারা ভর্তুকিও পায় না।

নিরাপদ খাদ্য আন্দোলনের সহযোগিতায় আয়োজিত এ আলোচনায় নারীরা নিজেদের অভিজ্ঞতার কথা বলেন। ধানের ন্যায্য মূল্য বাজারে নেই বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর