কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মোহাম্মদ নূর আলম গন্ধী’র শিশুতোষ ছড়ার বই ‘ছন্দে ঋতু ষড় ঋতু’

 স্টাফ রিপোর্টার | ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১:১৩ | সাহিত্য 


বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২০ এ অক্ষরবৃত্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে শিশু সাহিত্যিক ও ছড়াকার মোহাম্মদ নূর আলম গন্ধী’র শিশুতোষ ছড়ার বই ‘ছন্দে ঋতু ষড় ঋতু’।

চাররঙা ২৪ পৃষ্ঠার বইটি অফসেট পেপারে ক্রাউন এ ফোর সাইজের। যার বিক্রয় মূল্য ১৬০/- (একশত ষাট) টাকা। বইটিতে শিশু কিশোর উপযোগী ২০ টি ছড়া রয়েছে।

বইটির প্রচ্ছদ করেছেন ফারজানা পায়েল, অলঙ্করণ লিও সাশা। বইটি পাওয়া যাবে গ্রন্থমেলার ১৮০ নং ষ্টলে।

প্রকাশিত বইটি প্রসঙ্গে লেখক মোহাম্মদ নূর আলম গন্ধী বলেন, ষড় ঋতুর দেশ সুজলা সুফলা বাংলাদেশ। ছোট বড় সকলের কাছে চিরচেনা বাংলা তাই রূপের রাণী।

এখানে ঋতুর পালা বদলের সাথে প্রকৃতি যেমন করে পায় নতুন রূপ তেমনি প্রকৃতির রূপ বৈচিত্র্যে যুক্ত হয় আরো কতো কি!

ষড় ঋতুর এ রূপ-বৈচিত্র্য প্রকৃতিকে নতুন করে সাজানোর পাশাপাশি ভিন্ন রূপে সাজিয়ে তোলে আমাদের বাঙালি জাতিসত্তাকেও। তার সৌন্দর্যময় বর্ণিল রূপ ছন্দের দোলায় মনকে করে আন্দোলিত।

রূপ বৈচিত্র্যের হরেক রং-রূপ সৌন্দর্য নিয়ে লেখা ‘ছন্দে ঋতু ষড় ঋতু’ নামক এ ছড়াগ্রন্থ। গ্রন্থটিতে ছন্দ-ছড়ায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ষড় ঋতুর অপার রং-রূপ ও সৌন্দর্য।

আশা করি গ্রন্থটি পাঠক হৃদয়কে অনাবিল আনন্দ দিবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর