কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দুই জেলার ডিসি কিশোরগঞ্জের এক ইউনিয়নের দুই কৃতী সন্তান

 বিশেষ প্রতিনিধি | ৬ নভেম্বর ২০১৯, বুধবার, ২:১৬ | এক্সক্লুসিভ 


বাংলাদেশের দুই জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে দায়িত্ব পালন করছেন কিশোরগঞ্জ জেলার একটি ইউনিয়নের দুই কৃতী সন্তান। তারা হলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মতিন এবং মাগুরা জেলার জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম। তাদের দুইজনেরই বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে।

তাদের মধ্যে মো. আবদুল মতিন পিরিজপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ এর ছেলে।

ড. আশরাফুল আলম একই ইউনিয়নের নবুরিয়া গ্রামের মো. তাহের উদ্দিন এর ছেলে। মো. তাহের উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।

মো. আবদুল মতিন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর গাইবান্ধা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেন। তিনি ২১তম বিসিএস এর মাধ্যমে চাকুরিতে যোগদান করেন।

গাইবান্ধা জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পাওয়ার আগে মো. আবদুল মতিন মানিকগঞ্জ কালেক্টরেটে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে ড. আশরাফুল আলম গত ৩ নভেম্বর মাগুরা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন। তিনি ২২তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

মাগুরা জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পাওয়ার আগে ড. আশরাফুল আলম মন্ত্রিপরিষদ বিভাগে আইন-১ অধিশাখা এবং কাউন্সিল অফিসার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর