কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জাতীয় সাঁতারে রানার আপ আরজত আতরজান স্কুলের তামান্না

 স্টাফ রিপোর্টার | ২৮ অক্টোবর ২০১৯, সোমবার, ৬:৪৭ | খেলাধুলা 


জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় পদক জিতেছে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তামান্না আক্তার। তামান্না ব্যক্তিগত রিলেতে রানার আপ এবং বুক সাঁতারে তৃতীয় স্থান লাভ করেছে।

কৃতী সাঁতারু তামান্না কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার মো. জুয়েল মিয়ার মেয়ে।

তামান্নার প্রশিক্ষক এবং আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এম আব্দুল্লাহ বলেন, আমাদের বিদ্যালয়ের নিজস্ব কোন পুকুর নাই। আমি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রেলওয়ে পুকুরে প্রতিদিন সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত সাঁতার প্র্যারকটিস করাই। প্রতিদিনের পরিশ্রমের ফসল এই সফলতা।

সম্ভাবনাময় আরও কয়েকজন মেয়ে আগামীতে সাঁতারে পদক জয় করবে বলে আশা করছি।

সারা দেশের বিদ্যালয়গুলো থেকে উপজেলা ও জেলা ভিত্তিক প্রতিযোগী বাছাইয়ের পর জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার সাফল্য আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সম্মান আরও উঁচুতে নিয়ে যাবে বল মনে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর