কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের খুশি ও রাত্রির হাত ধরে এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়

 এম কে জামান রিপন | ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ১১:৫৩ | খেলাধুলা 


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে উইমেন্স জুনিয়র হকি টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিলো শ্রীলঙ্কা। ম্যাচে বাংলাদেশ দল শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়েছে। দুটি গোলই আসে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী খুশি ও রাত্রির স্টিক থেকে। আন্তর্জাতিক কোন টুর্নামেন্টে বাংলাদেশের মহিলা হকি দলের এটি প্রথম জয়। এতে অত্যন্ত আনন্দিত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। ম্যাচ শেষে তিনি মেয়েদের উচ্চসিত প্রশংসা করেন।

বাংলাদেশ হকি ফেডারেশন সম্প্রতি প্রথম বারের মতো জাতীয় (অনুর্ধ-২১) জুনিয়র নারী হকি দল গঠন করেছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হকি স্টেডিয়ামে ভারতের জুনিয়র হকি দলের সাথে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলার পর গত ৩ সেপ্টেম্বর ১৮ সদস্যের দলটি সিঙ্গাপুর এএইচএফকাপ আন্তর্জাতিক  হকি টুর্নামেন্ট খেলতে গেছে।

এই দলটির পাঁচ জন সদস্যই কিশোরগঞ্জের। তারা সবাই আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রী। তারা হলো স্বর্ণা, সুমি, রাত্রি, খুশি ও মনি। তাদের মধ্যে স্বর্ণা দলটির সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

সিঙ্গাপুরে চলমান এএইচএফকাপ আন্তর্জাতিক  হকি টুর্নামেন্টের প্রথম দুটি দল ২০২০ উইমেন্স জুনিয়র হকি এশিয়া কাপে অংশ নেবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর