কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ সদরে কাজের স্বীকৃতি স্বরূপ প্রধান শিক্ষকদের প্রশংসাপত্র প্রদান

 স্টাফ রিপোর্টার | ৮ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ১১:৩৭ | শিক্ষা  


কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াইল ক্লাস্টারের যশোদল ইউনিয়নের  ধলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়ন কাজের স্বীকৃতি স্বরূপ প্রধান শিক্ষকদের প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের হাতে জেলার শিক্ষক ও শিশুবান্ধব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক এসব প্রশংসাপত্র তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান, সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার  মোহাম্মদ আবুল বাসার মৃধা, আ কা ম এহসানুল হক ও  মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী ২০১৩ সনে এক ঘোষণায় সকল রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। এর আগে স্বাধীনতার পর আরও একবার সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর মাঝে আর কোন সরকার এতোবড় ঝুঁকি নেয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য বাবার যোগ্য সন্তান। সেজন্য শিক্ষকদের ও তো কিছু দিতে হবে।

জেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক আরো বলেন, প্রতিটি শিক্ষার্থীর ইউনিফর্ম, মায়ের হাতের দেয়া মিড-ডে মিল শতভাগ, শিক্ষার্থীদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, পঠন ও শিখন শৈলী কর্মকাণ্ডে কাজ করতে হবে। তাহলে প্রাথমিক শিক্ষার মান আরও এক ধাপ এগিয়ে যাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর