কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

 স্টাফ রিপোর্টার | ২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৪:১১ | শিক্ষা  


কিশোরগঞ্জে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয় উবাই পার্কে কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান শওকত উসমানের সভাপতিত্বে ও মহাসচিব আনোয়ার হোসেন মেনন’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমন, ইনকাম ট্যাক্স এডভাইজার ও জনকণ্ঠের সাংবাদিক মাজহার মান্না, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তসলিমুর রহমান খান রবিন, শিক্ষাসচিব মানসরুল হক রবিন প্রমুখ।

শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক-শিক্ষকমণ্ডলী ও অভিভাবকসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর