কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


১০ দফা দাবি নিয়ে কিশোরগঞ্জে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি, বিক্ষোভ

 স্টাফ রিপোর্টার | ১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১২:৫৯ | শিক্ষা  


কিশোরগঞ্জে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ৫০ ভাগ বেসরকারি চাকরিকাল গণনা করে পদোন্নতি, প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের ভিত্তিতে উন্নীত স্কেল বাস্তবায়ন, প্রধান শিক্ষকের গেজেট থেকে বাদ পড়া শিক্ষকদের গেজেট সংশোধন করে প্রধান শিক্ষকের গেজেট প্রকাশসহ দশ দফা দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে সেইসাথে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন।

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার ব্যানারে বুধবার (১২ জুন) দুপুরে শহরের আলোরমেলার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।

কর্মসূচীতে নেতৃত্ব দেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মতিউর রহমান জাহাঙ্গীর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাছিরউদ্দিন বাবু, জেলা শাখার সদস্য মো. জাহাঙ্গীর আলম বাচ্চু, অবিনাশ সরকার, কুলিয়ারচরের আল আমিন, তাড়াইলের নজরুল ইসলাম, করিমগঞ্জের হাবিবুর রহমান, নিকলীর জহিরউদ্দিন, সদর উপজেলার আলাউদ্দিন, মজিবুর রহমান, আব্দুল আউয়াল প্রমুখ।

শিক্ষক নেতারা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এ পরিস্থিতিতে তারা কর্মসুচিতে নেমেছেন। শিক্ষক নেতারা তাদের দশ দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর