কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, ১২:১২ | খেলাধুলা 


হোসেনপুরে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ঢেকিয়া খেলার মাঠে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।

ক্যাম্পে হোসেনপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩০ জন বালক প্রশিক্ষণ নিচ্ছে। কোচের দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জ জেলা দলের কোচ মো. আশরাফ উদ্দিন স্বপন এবং রিপেল হাসান।

হোসেনপুর উপজেলা  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেণ প্রধান অতিথি কমল কুমার ঘোষ।

তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে খেলাধুলার মাধ্যমে নিয়মতান্ত্রিক জীবন ঠিক করা এবং জঙ্গী-মাদক থেকে দূরে থাকার আহবান জানান। এছাড়া এই ক্যাম্প থেকে প্রতিভাবান খেলোয়াড় যেন বয়সভিত্তিক জেলা দলে সুযোগ পায় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর