কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভোটার হালনাগাদে রোহিঙ্গাদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিলেন কিশোরগঞ্জের ডিসি

 স্টাফ রিপোর্টার | ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৪:৪৪ | কিশোরগঞ্জ সদর 


ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে রোহিঙ্গারা যেন কোনো অবস্থাতেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।

রবিবার (১৯ জানুয়ারি) কিশোরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এই নির্দেশনা দেন।

সকালে জেলা শহরের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কিশোরগঞ্জ সদর উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কোনোক্রমেই রোহিঙ্গা এবং ভিনদেশি ব্যক্তিদের তথ্য যেন সংগৃহিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার উভয়কেই দায়িত্বশীল হতে হবে। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার যেকোনো অপচেষ্টা অপরাধ।

এ ব্যাপারে কারো কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য হবে না। যাচাই-বাছাই ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. ফাওজুল কবীর খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪৬ জন তথ্য সংগ্রহকারী ও ৩০ জন সুপারভাইজারসহ মোট ১৭৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও যাচাই কাজ করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর