রমজানকে সামনে রেখে চালের বাজার নিয়ন্ত্রণে অনুমোদনের অতিরিক্ত চাল মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রিসহ মূল্য কারসাজি রোধে কিশোরগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে জেলা শহরের বড়বাজারে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ার ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রশিদ দেখাতে না পারায় মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদের চালের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যে বিক্রিসহ বাজার কারসাজির ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির জানান, রমজানে চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে রবিবার (৫ জানুয়ারি) জেলা শহরের বড়বাজারের চালের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।