কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি মো. জালাল উদ্দিন। বুধবার (৩০ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।
পিপি পদে নিয়োগ পাওয়া এডভোকেট মো. জালাল উদ্দিন ১৯৯৪ সালের ৩০ এপ্রিল আইনজীবী সমিতিতে যোগদান করেছিলেন। তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি। এছাড়া তিনি পাকুন্দিয়া পৌরসভার প্রথম মেয়র এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক।
এ আদেশে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ছাড়াও জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি), নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি), নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে ৬৫ জন, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী পদে একজন, জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলী পদে ১০ জন এবং বাজিতপুর চৌকি আদালতের সহকারী সরকারি কৌঁসুলী পদে ২ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি) পদে নিয়োগ পেয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জালাল মো. গাউস।
এছাড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এডভোকেট এ.এম সাজ্জাদুল হক এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এডভোকেট মোশারফ হোসেন নিয়োগ পেয়েছেন।