কিশোরগঞ্জের মিঠামইনে আঁখিনূর নামে এক নারীর বিরুদ্ধে প্রতারণা, ফেসবুক লাইভে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার, সেচ প্রকল্প দখলের পাঁয়তারা, বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মো. আফতাব উদ্দিন ভূঞা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকার জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। মো. আফতাব উদ্দিন ভূঞা মিঠামইন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেওয়ারজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি। এছাড়া তিনি কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
অন্যদিকে আঁখিনূর একই ইউনিয়নের নয়াহাটি গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল ভূঞার ছোট ভাই প্রয়াত যুবলীগ নেতা কামাল হোসেন ভূঞার স্ত্রী।
সংবাদ সম্মেলনে মো. আফতাব উদ্দিন ভূঞা অভিযোগ করেন, আঁখিনূর আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীসহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন। প্রতিপক্ষ রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নামে নানা অপপ্রচার চালাচ্ছেন।
স্থানীয় সেচ প্রকল্প দখলে নেয়ার জন্য আঁখিনূর একক ক্ষমতার প্রভাব খাটিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ সেচ প্রকল্প সংশ্লিষ্টদের ভয়-ভীতি দেখাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি আফতাব উদ্দিন ভূঞার বিরুদ্ধে গত ১৪ অক্টোবর কিশোরগঞ্জের পুলিশ সুপার ও মিঠামইন থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।
এছাড়া আঁখিনূর তাকে বিভিন্নভাবে হত্যা ও হুমকি দিয়ে আসছেন এবং ফেসবুকে লাইভ করে অপপ্রচার চালাচ্ছেন। পরবর্তীতে গত ২৩ অক্টোবর কেওয়ারচোড় খেলার মাঠে আঁখিনূর তার সন্ত্রাসী লোকজন নিয়ে আফতাব ভূঞার উপর অতর্কিতে হামলা চালান। এ ঘটনায় আফতাব ভূঞার ভাই হাবিব এবং এক ভাতিজা গুরুতর আহত হয়।
সংবাদ সম্মেলনে আফতাব উদ্দিন ভূঞা আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোন সময় আঁখিনূর ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে প্রাণে মেরে ফেলতে পারে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সাবেক এই ইউপি চেয়ারম্যান আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
এদিকে এ ব্যাপারে আঁখিনূর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, মূলত আমার স্বামীর সেচ প্রকল্প দখলে নেয়ার জন্য আফতাব উদ্দিন ভূঞা নানা অপতৎপরতা চালিয়ে আসছেন। এছাড়া এলাকায় আমার পক্ষে একটি বড় ধরনের জনমত তৈরি হওয়ায় আমার জনপ্রিয়তায় তিনি ঈর্ষান্বিত হয়ে এসব মিথ্যা অভিযোগ করছেন।