কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ৯ অক্টোবর ২০২৪, বুধবার, ৫:৩৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট মো. সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৯ অক্টোবর) বিকালে ঢাকার দিয়াবাড়ী এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এডভোকেট মো. সোহরাব উদ্দিন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চকদিগা গ্রামের মৃত হাজী মো. ওয়াহাব আলীর ছেলে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা, নিহত ও আহত করা এবং ককটেল বিস্ফেরণের ঘটনায় সাবেক এমপি এডভোকেট মো. সোহরাব উদ্দিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দুটি এবং পাকুন্দিয়া থানায় দুটি মামলা রয়েছে।

এই চারটি মামলার মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে। বাকি তিনটি মামলা ছাত্র জনতার মিছিলে হামলা, দেশীয় অস্ত্র, শর্টগান ও পিস্তলের গুলিতে শিক্ষার্থী ও ছাত্র জনতাকে আহত করা এবং ককটেল বিস্ফেরণের।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর