জুলাই-আগস্ট গণহত্যার বিচার, সংস্কারসহ সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, মাজার-মন্দিরে হামলা ও আশুলিয়ায় শ্রমিক হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে সিপিবি জেলা কমিটির আয়োজনে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার দলীয় কার্যালয় থেকে শহরে লাল পতাকা মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশ করে দলটি।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী।
এতে জেলা সিপিবি’র সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও ডা. এনামুল হক ইদ্রিছ, সম্পাদকম-লীর সদস্য সেলিম উদ্দিন খান ও আবুল হাসেম মাস্টার, জেলা কমিটির সদস্য মোস্তফা কামাল নান্দু ও এডভোকেট হাসান ইমাম রঞ্জু, শাখা সম্পাদক মাহতাব উদ্দিন, আলী আকবর রাজ্জাকী, শ্রমিক নেতা লিয়াকত আলী ভূঁইয়া, রফিক ভূঁইয়া, জজ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার।
সমাবেশে বক্তারা জুলাই-আগস্ট অভুত্থানে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসাসহ ক্ষতিপূরণ এবং গণহত্যার বিচারের দাবি জানান। এ সময় তারা মাজার-মন্দিরে হামলা ও ভাঙচুর বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
কর্মসূচিতে সিপিবি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।