কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এপিপি ও জাতীয় পার্টির পদ থেকে পদত্যাগ করলেন এডভোকেট শওকত

 স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০২৪, শনিবার, ৫:৪৩ | রকমারি 


কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল এ.পি.পি এবং জেলা জাতীয় পার্টির যুগ্মআহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন এডভোকেট জাহাঙ্গীর আলম শওকত।

তিনি গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের কাছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল এ.পি.পি পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

২০১৬ সাল থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল এপিপি হিসেবে এডভোকেট জাহাঙ্গীর আলম শওকত দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি নৈতিক বিবেচনা থেকে এ পদ থেকে পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে শনিবার (১৭ আগস্ট) জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডা. আব্দুল হাই এর কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে জেলা জাতীয় পার্টির যুগ্মআহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন এডভোকেট জাহাঙ্গীর আলম শওকত।

এডভোকেট জাহাঙ্গীর আলম শওকত জানান, তিনি এখন থেকে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নন।

রাজনীতিক জীবনের কোন কর্মকাণ্ডে ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর