কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস

 স্টাফ রিপোর্টার | ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১:১৩ | বিশেষ সংবাদ 


এ এক অভূতপূর্ব দৃশ্য! বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছেন নারী-শিশু থেকে শুরু করে বৃদ্ধ-যুবা সবাই। বিজয়ের আনন্দ সবার চোখে-মুখে। মানুষের এমন উল্লাসে মাতোয়ারা পুরো কিশোরগঞ্জ।

সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকে জেলা শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্র সর্বস্তরের মানুষের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে। আনন্দ মিছিলের শহরে পরিণত হয় কিশোরগঞ্জ।

যেদিকে চোখ যায়, সেদিকে শুধু মিছিল আর উল্লাস। নেচে-গেয়ে মিছিলকারীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। অগণিত মানুষের এমন আনন্দ উদযাপন এর আগে আর কখনো দেখেনি কিশোরগঞ্জ।

সন্ধ্যার পরও শহরের সড়কগুলো ছিল মিছিলকারীদের স্লোগানে স্লোগানে মুখরিত। স্বতঃস্ফূর্ত এক গণজাগরণের পর বিজয়ের আনন্দে যেন মাতোয়ারা সবাই।

শহরের অলিতে গলিতে চলেছে মিষ্টি বিতরণ। পরাধীনতার শিকল ভেঙ্গে মানুষ যেন লাভ করেছেন মুক্ত জীবনের স্বাদ। একজন তো ফেস্টুনে লিখেই এনেছেন ‘মুক্তিযুদ্ধ ২০২৪’।

এদিকে সোমবার (৫ আগস্ট) সকাল থেকেই শহরের পুরানথানা এলাকা দখলে রেখে সেখানে অবস্থান করেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকা।

এক পর্যায়ে বেলা ১টার দিকে আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য সেখানে কয়েকজন সেনাসদস্য যান। তারা ধৈর্য ধরার জন্য আন্দোলনকারীদের অনুরোধ করেন।

প্রায় ৩০ মিনিট সেনাসদস্যদের সাথে আন্দোলনকারীদের আলোচনার সময় অনেকেই সেনাসদস্যদের সঙ্গে ছবি তুলেন। এরপর আন্দোলনকারীরা শহরের পুরানথানা মোড়ে অবস্থান নেন।

প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকেই ঘর থেকে বেরিয়ে শহরের সড়কগুলোতে আসতে শুরু করেন আপামর জনতা। শুরু হয় আনন্দ উদযাপন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর