‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নানা কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে পুরাতন কোর্ট চত্বরে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহিন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন এঁর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সদস্য সচিব অমিত পন্ডিত এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মাদ তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাপ মিঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরজাহান বেগম।
বক্তারা মাছ চাষে প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে সরকারের দেওয়া নানা প্রযুক্তিগত সুবিধা নিতে মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানান।
পরে উপজেলা পর্যায়ে মাছ চাষে শ্রেষ্ঠ দুইজন মৎস্য চাষীকে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় শতাধিক মৎস্যচাষী ও মৎসজীবী অংশ নেন।