কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অসাধারণ মানবিক গুণসম্পন্ন এক বিরল মানুষের কথা

 মোহাম্মদ শাহজাহান | ৩১ জুলাই ২০২৪, বুধবার, ২:১৭ | রকমারি 


১ আগস্ট শিল্পপতি জহুরুল ইসলামের জন্মদিন। তিনি ছিলেন অসাধারণ গুণসম্পন্ন একজন দেশপ্রেমিক মানুষ। সাধারণ একজন কর্মচারী থেকে তিনি দেশের সবচেয়ে বড় শিল্পপতি হতে সক্ষম হয়েছিলেন। একজন মানুষের মধ্যে এত গুণের সমাহার সাধারণত দেখা যায় না। তাঁর দেশপ্রেম, সমাজসেবা, অধ্যবসায়, পরিশ্রম ও মানবিক গুণাবলী তাঁকে একজন অসাধারণ মানুষে পরিণত করেছিল।

১৯৪৮ সালে মাত্র ৮০ টাকা মাসিক বেতনে সিএন্ডবি’র ওয়ার্ক এসিসট্যান্ট হিসেবে চাকরি গ্রহণ করেন তিনি। তিন বছর চাকরি করার পর পদোন্নতি পাওয়ার প্রাক্কালে তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিলেন। জহুরুল ইসলামের পিতাও ছোটখাটো ঠিকাদারী করতেন। চাকরি ছেড়ে তিনি পিতার ঠিকাদারী কাজে সহযোগিতা শুরু করেন। এ সময় বিভিন্ন সরকারি সংস্থায় ঠিকাদার হিসেবে জহুরুল ইসলাম নিজের নামও তালিকাভুক্ত করেন। তিনি ঠিকাদার হিসেবে সর্বপ্রথম এক সরকারি অফিসে ১২শ’ টাকার স্টেশনারী দ্রব্য সরবরাহ করেন।

এই যে শুরু, জহুরুল ইসলামকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। মাত্র ২ বছরের মাথায় তিনি প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এ সময় জহুরুল ইসলাম ১৩ সদস্যের পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। কয়েক বছরে এই পরিবার এক বিশাল পরিবারে পরিণত হয়। ১৯৯০ সাল পর্যন্ত মা-ভাইদের নিয়ে তিনি একান্নবর্তী পরিবারে বসবাস করেন।

সোনার চামচ মুখে নিয়ে জহুরুল ইসলাম জন্মগ্রহণ করেননি। তিনি ছিলেন সেলফ মেইড (Self Made) মানুষ। শুধুমাত্র নিজের চেষ্টায় তিনি সামান্য থেকে অসামান্য মানুষে পরিণত হন। একজন রক্ত মাংসের মানুষের এক সঙ্গে এতো গুণ থাকতে পারে তা কল্পনাই করা যায় না।

আমাদের সমাজে কোনো মানুষের টাকা হলে দেখা যায় তারা অভিজাত ক্লাবে যান। বিভিন্ন নেশায় আসক্ত হন। এ ক্ষেত্রে জহুরুল ইসলাম ছিলেন একেবারেই ব্যতিক্রম। তাকে দেখলে তার ভাবসাবে বুঝার কোনো জো ছিল না যে, তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি। জহুরুল ইসলাম শুধু নন, যদ্দুর জানা যায়, তাঁর কোনো ভাই এবং তাঁর পুত্রও ঢাকার কোনো ক্লাবে যাতায়াত করেন না। কোনো নেশাতো দূরের কথা- শিল্পপতি জহুরুল ইসলাম সিগারেট, চা এমনকি পান পর্যন্ত খেতেন না।

জহুরুল ইসলামের মৃত্যুর পর তাঁর একমাত্র পুত্র ইসলাম গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বাবলু এক সাক্ষাৎকারে বলেন, “আমার পিতার ব্যক্তিগত চরিত্র নিয়ে গর্ব করতে পারি। আমার পিতার ব্যক্তিগত চরিত্র সম্পর্কে যে কোনো মূল্যায়নে দ্বিধাহীনভাবে বলতে পারি তাঁর মতো ‘স্পটলেস’ চারিত্রিক গুণের অধিকারী মানুষ আমার চারপাশে অনেক পরিচিতজনের মাঝে আর চোখে পড়েনি। আমার পিতার ‘সেলফ কন্ট্রোল’ ছিল অসাধারণ। কোনো বদঅভ্যাস বা বদস্বভাব ছিল না। অসম্ভব রকম ধার্মিক ছিলেন। খুব মার্জিতভাবে চলতেন। মিতব্যয়ী ছিলেন। জীবনে কোনোদিন নামাজ কাযা করেননি।”

জহুরুল ইসলামের মৃত্যুর পর বিগত বছরগুলোতে আমার সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলাবার্তা’র জন্য তাঁর অফিসের বেশ কয়েকজন কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছি। এসব কর্মকর্তারা বহু বছর কাছ থেকে তাঁকে দেখেছেন। এসব সাক্ষাৎকার থেকে চেয়ারম্যান সাহেবের (জহুরুল ইসলাম) কিছু অসাধারণ গুণাবলীর কথা বের হয়ে এসেছে।

সাক্ষাৎকারকালে তারা জানান, জহুরুল ইসলাম ধার্মিক ছিলেন। মুক্তহস্তে তিনি দান করতেন। কোনো লোক কোনোভাবে একবার তাঁর কাছে পৌঁছতে পারলে তিনি খালি হাতে ফিরে যেতেন না। প্রতিদিন তাঁর কাছে অফিসে অনেক মানুষ আসতেন। তিনি প্রত্যেকের সমস্যার কথা শুনে সমাধান করে দিয়েছেন। বেশি আনন্দ পেতেন কন্যাদায়গ্রস্ত পিতাকে সাহায্য করে। হিন্দু-মুসলমান কত কন্যাদায়গ্রস্ত পিতাকে যে তিনি সাহায্য করেছেন, তার হিসাব কেউ দিতে পারবে না। অর্থ সাহায্য দিয়ে বিয়ের ব্যবস্থা করার পর তিনি অনেককে চাকরি পর্যন্ত দিয়েছেন।

বাংলাদেশে শুধু নয়, বিশ্বের যেখানে তিনি গেছেন, সেখানেই মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় তিনি সাহায্য-সহযোগিতা করেছেন। তিনি দান করতেন নীরবে। একবার জীবনে যারা তাঁর উপকার করেছেন, সুযোগ পেলে তিনি সেইসব লোকদের শতগুণ উপকার করে দিয়েছেন। ঠিকাদারী বা ব্যবসা করার সময় যেসব লোক তাকে সহায়তা করেছেন, রিটায়ার করার পর এসব অনেক কর্মকর্তাকে বা তাদের সন্তান বা স্বজনকে নিজের প্রতিষ্ঠানে জহুরুল ইসলাম চাকরি দিয়েছেন। পরবর্তীকালে যাদেরকে তিনি চাকরি দিয়েছেন, তাদের অনেককে তিনি ‘স্যার’ বলতেন। তারা চেয়ারম্যান সাহেবের কক্ষে গেলে তিনি দাঁড়িয়ে যেতেন এবং না বসা পর্যন্ত দাঁড়িয়েই থাকতেন।

এভাবে অধীনস্থ লোককে ‘স্যার’ বলার দ্বিতীয় উদাহরণ কি কেউ কোনোদিন আর দিতে পারবেন? অবসর জীবনে জহুরুল ইসলামের ফার্মে কর্মরত ‘গোলাম রহমান’ নামের এক ভদ্রলোক নিজ মুখে আমাকে এই কাহিনী বলেছেন।

ইসলাম গ্রুপের কর্মকর্তারা বাংলাবার্তা’র সাথে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে বলেছেন, চেয়ারম্যান সাহেব কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্য মনে করতেন। এসব পদস্থ কর্মকর্তাদের স্মৃতিচারণমূলক কিছু বক্তব্য থেকে জহুরুল ইসলামের মানবিক গুণাবলী সম্পর্কে কিছুটা হলেও ধারণা করা যাবে।

ইসলাম গ্রুপের প্রবীণ কর্মকর্তা এম এ ওয়াদুদ বলেছেন, ‘চেয়ারম্যান সাহেবের বাড়িতে কোনো সময় আমরা ফাইল নিয়ে গেলে একই সোফায় তাঁর পাশে আমাদের বসাতেন। কেউ কোনোদিন তাঁর বাসায় গিয়ে না খেয়ে আসতে পারতো না।’

মরহুম চেয়ারম্যান সাহেবের দীর্ঘদিনের সহকর্মী আসমত আলী বলেছেন, ‘চেয়ারম্যান সাহেবের মধ্যে কখনো অহঙ্কার দেখিনি। তিনি এতটাই নিরহঙ্কার ছিলেন যে, লোয়ার ডিভিশন ক্লার্কদের গাড়িতে তার পাশে বসিয়ে নিতে দ্বিধা করতেন না।’

শাহ হাবিবুল হক বলেছেন, ‘চেয়ারম্যান সাহেব সব সময় কোথা থেকে বর্তমান অবস্থানে উঠে এসেছেন, তা বলতে পছন্দ করতেন। তিনি ছিলেন আমাদের পিতৃতুল্য।’

আবদুর রহিম চৌধুরী বলেছেন, ‘চেয়ারম্যান সাহেবের মতো এমন সৎ ব্যবসায়ী, শিল্পপতি কোথাও খুঁজে পাওয়া যাবে না।’

শামসুর রহমান বলেছেন, ‘চেয়ারম্যান সাহেব তাঁর ভাইদের শুধু প্রতিষ্ঠিতই করেননি, নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশীদারও করেছেন।’

জহুরুল ইসলামকে কর্মকর্তা-কর্মচারীরা কি পরিমাণ পছন্দ করতেন, তাঁর অফিসে কর্মরত প্রকৌশলী শহীদউল্লাহ’র একটি মন্তব্য থেকে তা কিছুটা আন্দাজ করা যাবে। তিনি কয়েক বছর আগে বাংলাবার্তা’য় প্রকাশিত সাক্ষাৎকারে বলেছেন, ‘চেয়ারম্যান সাহেবের মৃত্যুর পর আমার মনে হয়েছে আমি দ্বিতীয়বার পিতা হারিয়েছি।’

শিল্পপতি জহুরুল ইসলামের চারিত্রিক বৈশিষ্ট, সাফল্য, সততা, অধ্যবসায়, পরিশ্রম, দেশপ্রেম, দেশসেবা, সমাজসেবা, ঔদার্য, মহত্ব, পিতৃ-মাতৃভক্তি, মানবসেবা, সাহস, মেধা, আত্মবিশ্বাস, শিক্ষানুরাগ, পরিবারের সদস্যদের প্রতি কর্তব্য, ব্যক্তিত্ব, মানুষের প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি অনুরাগ, নিষ্ঠা, আন্তরিকতা ইত্যাদি নিয়ে কয়েক খণ্ড বই রচনা করা যাবে।

জহুরুল ইসলামের মতো মানুষরা বছরে বছরে জন্মগ্রহণ করেন না। শত বছরে হয়তো এমন দুই-একজন এ পৃথিবীতে ভূমিষ্ঠ হন। যে জাতি তার কৃতী সন্তানদের সম্মান করে না, সে জাতি কোনোদিন বড় হতে পারে না। বহুগুণে গুণান্বিত শিল্পপতি জহুরুল ইসলামের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান সরকারের প্রতি সবিনয় আবেদন জানাচ্ছি। জন্মদিনে অসাধারণ দেশপ্রেমিক এই কর্মবীরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

# মোহাম্মদ শাহজাহান, ’৭১-এ দাউদকান্দি মুজিববাহিনীর অধিনায়ক এবং সাপ্তাহিক বাংলাবার্তা সম্পাদক, bandhu.ch77@yahoo.com


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর