কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম কারাগারে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।