কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দর্পণ সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ৯ আগস্ট ২০২৩, বুধবার, ১১:১৬ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া আমতলী বাজারে প্রতিষ্ঠিত দর্পণ সাংস্কৃতিক সংঘের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে সংঘের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্পণ সাংস্কৃতিক সংঘের সাবেক সভাপতি মো. শাহজাহান খোকন ভূঁইয়া।

সংঘের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি গোলাপ আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংঘের সাবেক সভাপতি জিয়াউল হক বাতেন, কার্যনির্বাহী সদস্য প্রভাষক একরাম হোসেন মানিক, সহ-সাধারণ সম্পাদক মো. সুমন খাঁন প্রমুখ।

এ সময় সংঘের সহ-সভাপতি মো. শামছুদ্দিন, সুজিত কুমার ভট্টাচার্য সুজন, মো. জিল্লুর রহমান, মো. শাহজাহান, তপন কুমার সূত্রধর, ডা. এ.জেড.এম সেলিম, মোস্তাকিম হাসান প্রমুখ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনটি জন্মলগ্ন থেকে দীর্ঘ চব্বিশ বছর ধরে নিরলসভাবে সামাজিক-সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আগামী বছরে দর্পণ সাংস্কৃতিক সংঘের ২৫ বছর পূর্তি হবে।

বক্তারা সংগঠনের রজতজয়ন্তী অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রত্যেক সদস্যকে জোরালো অংশগ্রহণ ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা পর্বের পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ সূচনা করা হয়।

সবশেষে দর্পণ সাংস্কৃতিক সংঘের নিজস্ব কার্যালয়ের সামনে একটি বকুল ফুলের চারা রোপণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর