কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরপলাশ উচ্চ বিদ্যালয়ের ৫৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিদ্যালয় মাঠে এ ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেডের পরিচালক রাশেদুল মাহমুদ রাসেল, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ড. মো. সিরাজুল হক, পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন, পৌরমেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।