কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মে দিবসে সিপিবি’র র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 স্টাফ রিপোর্টার | ২ মে ২০২৩, মঙ্গলবার, ১০:৫৭ | রাজনীতি 


নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা কমিটির আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মে) বিকালে এসব কর্মসূচির আয়োজন করা হয়। শহরের গৌরাঙ্গবাজার এলাকার দলীয় কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সিপিবি নেতৃবৃন্দ ছাড়াও জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী।

জেলা সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক ও জেলা কমিটির সদস্য রঞ্জিত সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা সিরাজুল ইসলাম ছাত্তার, ডা. সুশীল কুমার শীল, সিপিবি নেতা মাহতাব উদ্দিন, বামজোট নেতা লিয়াকত আলী, দর্জি শ্রমিক নেতা খায়রুল ইসলাম, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নেতা হীরা মিয়া, কৃষক নেতা কামরুল হাসান খান জুয়েল, ছড়াকার শাহজাহান কবীর, কবি মর্তূজা জামাল, রাশেদ মনির, হোটেল শ্রমিক নেতা রাধা চক্রবর্তী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মে দিবসের ইতিহাস, তাৎপর্য ও শ্রমিক আন্দোলন এবং চলমান রাজনীতি নিয়ে আলোচনা করেন।

তারা কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি ও উপযুক্ত মজুরির দাবি জানান।

এ সময় প্রবীণ কমিউনিস্ট নেতা নূরুল হুদা দুলাল, আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, এডভোকেট হাসান ইমাম রঞ্জু, শাখা সম্পাদক অর্জুন চক্রবর্তী, সুলতান মিয়া, ইটকলা শ্রমিক নেতা মোজাম্মেল হক বকুল, রাজিব বণিক, হাবিবুর রহমান হীরা প্রমুখসহ বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর