কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৫০ বেদে শিশু পেলো এনসিটিএফ-ইয়েস বাংলাদেশ এর ঈদ উপহার

 স্টাফ রিপোর্টার | ১৯ এপ্রিল ২০২৩, বুধবার, ৯:৩৫ | কলকাকলি 


কিশোরগঞ্জে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক  ফোর্স (এনসিটিএফ) ও ইয়েস বাংলাদেশ এর উদ্যোগে অর্ধশত বেদে শিশুর মধ্যে ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে পুলিশ লাইন্স ও জেলখানা মোড় এলাকায় বসবাসরত এসব বেদে শিশুর মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

ঈদ বস্ত্র বিতরণে অংশ নেন জেলা এনসিটিএফ কমিটির সভাপতি উমাইয়া ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক কেয়া ও জেলা এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সদস্যরা।

এ সময় ইয়েস বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি ফয়সাল আহমেদ রনি ও জেলা এনসিটিএফ ভলেন্টিয়ার ও ইয়েস বাংলাদেশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদের আগে ঈদ উপহার পেয়ে শিশুরা খুব আপ্লুত হয়। এছাড়া সন্তানেরা ঈদের নতুন জামাকাপড় পাওয়ায় পরিবারের লোকজনও উচ্ছ্বাস প্রকাশ করেন।

ঈদ বস্ত্র বিতরণের সময় জেলা এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সদস্যরা বেদে শিশুদের পড়াশোনার খোঁজ খবর নেন এবং তাদের যেন বাল্যবিবাহ দেয়া না হয় সে বিষয়ে সচেতন করা হয়।

ঈদ উপহার তুলে দেয়ার পর শিশুদের হাতে মেহেদি দেয়া হয়। এতে সুবিধাবঞ্চিত এসব শিশুরা আরো অনেক বেশি খুশি হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর