কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নেত্রকোনা থেকে গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৮:২৯ | অপরাধ 


কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকারিয়া ওরফে জাকু কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টায় নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এম এম সবুজ রানা এই অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেপ্তার হওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকারিয়া ওরফে জাকু করিমগঞ্জ উপজেলার পূর্ব চরকরমশী দুই আনিপাড়ার মস্তুফার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এম এম সবুজ রানা জানান,  ২০০৪ সালের জুলাই মাসে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ সংক্রান্তে একটি মামলা (নং-০২(৭)২০০৪) দায়ের করা হয়।

পরবর্তীতে আদালত মামলার প্রধান আসামি মো. জাকারিয়া ওরফে জাকুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

সাজা থেকে বাঁচতে আসামি মো. জাকারিয়া ওরফে জাকু কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল।

তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি এলাকায় তার অবস্থান নিশ্চিত করে।

দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টায় নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি এলাকায় র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম এম সবুজ রানা এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. জাকারিয়া ওরফে জাকুকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর