কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

 তাড়াইল সংবাদদাতা | ১১ মার্চ ২০২৩, শনিবার, ৮:৩২ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে অটোরিকশার ধাক্কায় সুলতান মিয়া (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে তাড়াইল-নান্দাইল সড়কের সহিলাটি এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুলতান মিয়া পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের করমশী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াইল-নান্দাইল সড়কের সহিলাটি মুক্তিযোদ্ধা সরকারি কলেজের পশ্চিম দিকে রাস্তা পারাপার হচ্ছিলেন সুলতান মিয়া। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় স্থানীয় জনতা চালক ও অটোরিকশাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

তাড়াইল থানার ওসি রফিকুল ইসলাম জানান, অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। চালক ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর