কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কলা গাছের সাথে এ কেমন শত্রুতা!

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১০ মার্চ ২০২৩, শুক্রবার, ৭:৪৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে সাইফুল ইসলাম নামে এক কৃষকের অর্ধশত কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ মার্চ) ভোর রাতের কোনো এক সময় উপজেলার নারান্দী ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পূর্ব শত্রুতার আক্রোশে প্রতিপক্ষের লোকেরা এমনটা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান সাইফুল ইসলাম।এদিকে ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নুরপুর গ্রামের ওই কৃষক তার ৩০শতক জমিতে কলা গাছ রোপণ করেছেন। কিছু গাছে কলা ধরেছিল।

শুক্রবার (১০ মার্চ) সকালে কলা বাগানে গিয়ে দেখতে পান সবগুলো কলা কাছ কাটা।

ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ওই কৃষক দাবি করছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে এমনটা করা হয়েছে বলেও তিনি মনে করছেন।

ভুক্তভোগীর ছেলে তোফাজ্জল হোসেন সুমন বলেন, ‘দুর্বৃত্তরা শুধু কলা গাছই কাটেনি। ফিশারির মাছও নিয়ে গেছে। এতে আমাদের লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আইনের আশ্রয় নেব।’

এ ব্যাপারে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, ‘ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর