কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুরে সদর বাজার ট্রলার ঘাটের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরা অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।
এতে তাড়াইল উপজেলার জন্য পঞ্চমবারের মতো সভাপতি হিসেবে মাওলানা এনামুল হক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হুসাইন তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ রুকন উদ্দীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুস্তফা কামাল এবং সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম।
অধিবেশন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং প্রদান করেন দলটির জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে নতুন এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য নতুন কমিটির প্রতি তিনি পরামর্শ দেন।