কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের নারীনেত্রী শারমিন আক্তার লুৎফা স্মরণে দোয়া মাহফিল

 স্টাফ রিপোর্টার | ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৮:৩৫ | রকমারি 


কিশোরগঞ্জ জেলা যুব মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা মহিলা সংস্থার সদস্য নারীনেত্রী ও সমাজসেবী মোছা. শারমিন আক্তার লুৎফার আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মরহুমার স্বামী কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের আয়োজনে জেলা শহরের নগুয়া এলাকার নূরুল উলুম আদর্শ মহিলা ফাজিল মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের নিয়ে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার আরবী বিষয়ের প্রভাষক মাও. জসিম উদ্দিন।

দোয়া মাহফিলে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আসমা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দ্বীন মোহাম্মদ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক হেলাল উদ্দিন মানিক, সদস্য সচিব আলমগীর মুরাদ রেজা, জেলা নিসচার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা, ছড়াকার ও মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, মাদ্রাসার সহ-সভাপতি এনায়েত করিম অমি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইসচেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পরিবারের পক্ষে স্বামী বাদল রহমান ও বড় ছেলে আসিফুর রহমান শাহীল অংশ নেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ৪৭ বছর বয়সে মোছা. শারমিন আক্তার লুৎফা শহরের খরমপট্টি এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর