কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বইমেলায় মাহফুজ পারভেজের 'বঙ্গবন্ধু: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি'

 স্টাফ রিপোর্টার | ১৭ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ২:৪৯ | সাহিত্য 


একুশের বইমেলায় 'স্টুডেন্ট ওয়েজ' প্রকাশ করেছে মাহফুজ পারভেজের গবেষণা গ্রন্থ 'বঙ্গবন্ধু: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি'। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে লেখক এ সংক্রান্ত একটি গবেষণা প্রবন্ধ রচনা করেন, যার বর্ধিত রূপ এই গ্রন্থ।

লেখক মাহফুজ পারভেজ বলেন, 'স্বোপার্জিত দক্ষতায়, নেতৃত্বের মোহনীয় কৃতিত্বে, ব্যক্তিত্বের দীপ্তিতে, সাহসে, সংগ্রামে ও ত্যাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫) ব্রিটিশ-বাংলার তথা ভারতীয় উপমহাদেশে অনন্য রাজনৈতিক নেতার মর্যাদায় আসীন। আধুনিক দক্ষিণ এশিয়ার ভাগ্য-নির্ধারক তিনজন নেতার একজন রূপে তিনি ভারতের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী (১৮৬৯-১৯৪৮) এবং পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ (১৮৭৬-১৯৪৮)-এর সঙ্গে তুলনীয়।'

তিনি বলেন, 'ইতিহাসের বিচারে বঙ্গবন্ধু কৃতিত্বের বিশিষ্টতায় ও সাফল্যের গৌরবে শিখরস্পর্শী এবং অন্যান্য নেতাদের তুলনায় অগ্রগণ্য। কারণ, পুরো উপমহাদেশ আচ্ছন্নকারী দুইটি প্রধান রাজনৈতিক দর্শনের মোকাবেলায় বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও বিজয় নিশ্চিত করেছেন তিনি। 'অখন্ড ভারততত্ত্ব' এবং 'দ্বিজাতিতত্ত্ব', উভয়বিদ উগ্র সাম্প্রদায়িক-জাতীয়তাবাদী স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িক চৈতন্যে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক সাফল্য বঙ্গবন্ধুর।'

মাহফুজ পারভেজের গবেষণায় প্রতিভাত হয়েছে যে, 'ইতিহাসের বিভিন্ন কালপর্বে যে বাঙালি জাতি ধর্মান্ধতা ও উগ্র জাতীয়তাবাদের রক্তাক্ত স্রোতে ভেসে ক্ষত-বিভক্ত ও বিভাজিত হয়েছিল এবং ভারত ও পাকিস্তান কাঠামোর প্রান্তিক পরিসরে সামান্য একটি স্থান পেয়েছিল, সেই বাঙালিসত্তার নিজস্ব স্বদেশ-বাংলাদেশ, আত্মমর্যাদা ও আত্মপরিচিতির রূপকার বঙ্গবন্ধু: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।'

মাহফুজ পারভেজ রচিত 'বঙ্গবন্ধু: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' গ্রন্থের প্রকাশক মোহাম্মদ মাশফিকউল্লাহ বলেন, 'এই গ্রন্থে ঐতিহাসিক-রাজনৈতিক-সমাজতাত্ত্বিক বিশ্লেষণে বাংলাদেশের রাজনীতি, বাঙালি জাতিসত্তার গতিশীলতা ও নেতৃত্বের রূপান্তরের তাৎপর্যবাহী ইতিবৃত্ত উন্মোচিত হয়েছে।'

একুশের বইমেলায় মাহফুজ পারভেজের 'বঙ্গবন্ধু: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' পাওয়া যাচ্ছে শতবর্ষ-স্পর্শী ঐতিহ্যবাহী প্রকাশক 'স্টুডেন্ট ওয়েজ'-এর ২৬ নম্বর প্যাভিলিয়নে এবং অনলাইনে 'রকমারি'তে:
https://www.rokomari.com/book/286185/bangabandhu

প্রসঙ্গত, বইটির লেখক ড. মাহফুজ পারভেজের পিতা ডা. এ.এ, মাজহারুল হক, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং মাতা নূরজাহান বেগম, সমাজসেবী। মাহফুজ পারভেজের জন্ম ৮ মার্চ ১৯৬৬, কিশোরগঞ্জ শহরে। তিনি পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'সরকার ও রাজনীতি' বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (পিএইচ,ডি)।

পেশাগতভাবে তিনি অধ্যাপনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে। একদা সাংবাদিকতায় জড়িত মাহফুজ পারভেজ লেখালেখি, গবেষণা ও সাহিত্য সাধনায় ব্রতী। তিনি অ্যাসোসিয়েট এডিটর রূপে সংশ্লিষ্ট রয়েছেন বাংলাদেশের প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল 'বাংলার, বাঙালির সংবাদ সারথি বার্তা২৪.কম'-এ।

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ- গবেষণা-প্রবন্ধ: বিদ্রোহী পার্বত্য চট্টগ্রাম ও শান্তিচুক্তি, শান্তিচুক্তির দুইযুগ। দারাশিকোহ: মুঘল ইতিহাসের ট্র্যাজিক হিরো। দ্বিশত জন্মবর্ষে বিদ্যাসাগর। উপন্যাস: পার্টিশনস, নীল উড়াল, রংধনু। ভ্রমণ: রক্তাক্ত নৈসর্গিক নেপালে। গল্প: ইতিহাসবিদ, ন্যানো ভালোবাসা ও অন্যান্য গল্প। কবিতা: মানব বংশের অলংকার, আমার সামনে নেই মহুয়ার বন, গন্ধর্বের অভিশাপ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর