কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শিল্পপতি-সমাজসেবক আক্কাছ আলী বেপারীর স্মরণসভা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৬:৩৩ | কিশোরগঞ্জ সদর 


ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সাবেক মহাসচিব ও বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেডের চেয়ারম্যান শিল্পপতি-সমাজসেবক হাজী আক্কাছ আলী বেপারী এঁর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) মরহুমের পৈতৃকনিবাস কিশোরগঞ্জ সদরের বেরুয়াইল ব্রাহ্মণকচুরী গ্রামে নিজের প্রতিষ্ঠিত খাজা মঈনউদ্দিন চিশতি (রা.) দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

খাজা মঈনউদ্দিন চিশতি (রা.) দারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদের সভাপতিত্বে স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. ফজলুর রহমান।

মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক ও মো. নাজমুল আবেদিনের সঞ্চালনায় এতে প্রয়াত শিল্পপতি-সমাজসেবক আলহাজ্ব আক্কাছ আলী বেপারী এঁর বর্ণাঢ্য জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, কিশোরগঞ্জ জজকোর্টের সিনিয়র আইনজীবী মো. শাহজাহান, রশিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এম এ জুবায়ের, উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জহিরুল হক জহির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির খান, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, মাদরাসা ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবু তাহের নিজামী, শেখ রুহুল আমিন রতন, সমাজসেবক হাবিবুর রহমান খান হিরু প্রমুখ।

স্মরণসভায় রাজনৈতিক-সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, খাজা মঈনউদ্দিন চিশতি (রা.) দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিল্পপতি-সমাজসেবক মরহুম হাজী আক্কাছ আলী বেপারী (৭২) গত পহেলা জানুয়ারি সকালে ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর