কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পাইপগান ও নগদ ৩৯ হাজার টাকাসহ তরুণ আটক

 স্টাফ রিপোর্টার | ৯ জানুয়ারি ২০২৩, সোমবার, ১:০২ | অপরাধ 


কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান পরিচালনা করে দেশীয় একটি পাইপগান ও নগদ ৩৯ হাজার টাকাসহ মো. তারেকুল ইসলাম রুবেল (১৯) নামে এক তরুণকে আটক করেছে।

রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে জেলা শহরের গৌরাঙ্গবাজার ব্রীজ সংলগ্ন নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

অস্ত্রধারী মো. তারেকুল ইসলাম রুবেল কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের সেওড়া গ্রামের আব্দুল হাই এর ছেলে। বর্তমানে সে শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় বাস করে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে জেলা শহরের গৌরাঙ্গবাজার ব্রীজ সংলগ্ন নিউ মার্কেট এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে দেশীয় তৈরি একটি পাইপগান ও নগদ ৩৯ হাজার টাকাসহ মো. তারেকুল ইসলাম রুবেলকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় প্রভাব বিস্তার করার জন্য পাইপগানটি নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর