কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ‘পাটখড়ি’ উদ্বোধনী সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান

 স্টাফ রিপোর্টার | ৩ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৮:১০ | রকমারি 


কিশোরগঞ্জে ত্রৈমাসিক সাহিত্যকাগজ ‘পাটখড়ি’ উদ্বোধনী সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরিতে পাটখড়ি সম্পাদনা পর্ষদ এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।

‘পাটখড়ি’ সম্পাদক মু. আ. লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দীন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার ও শিক্ষাবিদ বীর নারী মুক্তিযোদ্ধা উষা রাণী দেবী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে লেখক অধ্যাপক বিমল সরকার, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, ছড়াকার সামিউল হক মোল্লা, পাটখড়ি সম্পাদনা পর্ষদ সদস্য মো. শাহজাহান সাজু, লুৎফুন্নেছা চিনু, আমিনুল ইসলাম সেলিম ও মুহাম্মদ শামীম রেজা, সমর কান্তি সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ত্রৈমাসিক সাহিত্যকাগজ ‘পাটখড়ি’র উদ্বোধনী সংখ্যার প্রশংসা করে এর প্রকাশনা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কবি, লেখক, ছড়াকার ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর