কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে গণপ্রকৌশল দিবসের আলোচনা ও র‌্যালি

 স্টাফ রিপোর্টার | ৩০ নভেম্বর ২০২২, বুধবার, ৩:৫৩ | বিশেষ সংবাদ 


‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও এর আগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল কাইয়ূম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। গণপ্রকৌশল দিবসের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

জেলা ইমারত নির্মাণ প্রকৌশলী সংস্থার সাধারণ সম্পাদক জিএম শফিউল আলম আরজুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক হারুন অর রশীদ, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতির সভাপতি এনায়েত রাব্বী লিটন, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর আলমগীর হোসেন, জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক জুয়েল, বাকাছাপ কিশোরগঞ্জ পলিটেকনিক শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন পিয়াস, সদস্য সচিব মো. ইমন প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর