কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরের ফরিদপুর আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের ভোট বৃহস্পতিবার

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৬:৩১ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (৩ নভেম্বর)। শিক্ষা সচেতন হিসেবে পরিচিত উপজেলার ফরিদপুর ইউনিয়নের আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দু'বছর মেয়াদি অভিভাবক প্রতিনিধির এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এবার সদস্য পদে ৮ জন পুরুষ ও সংরক্ষিত নারী আসনে ২ জন নারী সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের প্রার্থীরা হলেন, মো. আবুল কালাম আজাদ (দোয়াত কলম), হাজী মো. সুলাইমান (মোরগ), মো. মিলন মিয়া (বাইসাইকেল), মো. সাইফুল ইসলাম (বই), মো. সোহাগ মিয়া (আনারস), মো. ফোরকান মিয়া (ফুটবল), মো. সাইফুল ইসলাম ভূঞা রিপন (চেয়ার) ও মো. আবু নাছের (ছাতা)।

সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা হলেন, মোছা. রওশন আরা (মাছ) ও ফাতেমা আক্তার (গোলাপ ফুল)।

এ নির্বাচনে পুরুষ ৪ জন আর সংরক্ষিত নারী ১ জন সদস্য বিজয়ী হয়ে মূল পরিচালনা পরিষদ গঠন করবেন।

নির্বাচনে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন সচেতন মহল।

এ বছর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক হিসেবে মোট ৯৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাই প্রার্থীদের ভোট সংগ্রহের জন্য বিদ্যালয় এলাকার ২১টি গ্রামে দিন-রাত ছুটে চলতে হচ্ছে।

বিশেষ করে নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন। থেমে নেই ভোটার ও এলাকার সচেতন মানুষের মূল্যায়ন।

ফলে ফরিদপুর ইউনিয়নের সর্বত্র বিশেষ করে বিভিন্ন হাট, বাজার, মোড় ও চায়ের দোকানে সকলের মুখে মুখে এখন শুধু ৩ নভেম্বরের নির্বাচনে কে বিজয়ী হবে এবং পরে কে হচ্ছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ জল্পনাকল্পনা।

১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির এ নির্বাচনে প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নিজের পক্ষে ভোট আদায়ের চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রার্থীরা বিদ্যালয়ে লেখা পড়ার মান উন্নয়নে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর