কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জাতীয় শোক দিবসে পতাকা টানাতে গিয়ে ইটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত

 স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০২২, সোমবার, ২:৪৬ | ইটনা  


জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ইটনায় নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় কর্মকার (২৫) ও বিজয় কর্মকার (১৭) নামে দুই সহোদর নিহত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে ইটনা উপজেলা সদরের খাদ্যগুদাম সংলগ্ন হৃদয় অটো হাউজে স্টিলের পাইপে জাতীয় পতাকা টানাতে গিয়ে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সাথে সংযোগ ঘটলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই সহোদর হৃদয় কর্মকার ও বিজয় কর্মকার উপজেলা সদরের নগরহাটির মৃত নেপাল কর্মকারের ছেলে। তাদের পিতা নেপাল কর্মকার বছর দুয়েক আগে মারা যান।

তার তিন ছেলে সন্তানের মধ্যে হৃদয় সবার বড় ও বিজয় সবার ছোট। মেজো ছেলে অন্তর হবিগঞ্জের লাখাইয়ে মামার দোকানে কাজ করে।

অন্যদিকে বাড়ি সংলগ্ন জায়গায় ‘হৃদয় অটো হাউজ’ নামে একটি দোকান পরিচালনা করতো দুই ভাই হৃদয় ও বিজয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে দোকানে দুই ভাই জাতীয় পতাকা টানাতে যায়। এ সময় বিজয় একটি স্টিলের পাইপের মাথায় পতাকা বেঁধে টানাতে গেলে দোকানের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সাথে সংযোগ ঘটে।

এতে বিজয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যায় বড় ভাই হৃদয়। বিজয়কে ছুঁতেই হৃদয়ও বিদ্যুস্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

তাদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই ছেলের মৃত্যুতে মা জয়ন্তী কর্মকারের বিলাপ আর আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

খবর পেয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক নিহতদের বাড়িতে ছুটে যান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা জানান।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর